ক্রীড়া ডেস্ক►
ব্রিসবেন টেস্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অশ্বিন। শেষ হলো ভারতের জার্সিতে তার ১৪ বছরের ক্যারিয়ার।
তিন সংস্করণ মিলিয়ে ২৬৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন তিনি। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ব্যাট হাতে করেছেন ৪৩৯৪ রান। টেস্টে সেঞ্চুরি ৬টি।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে তৃতীয় সেরা অলরাউন্ডার তিনি। বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী অশ্বিন।
ব্রিসবেন টেস্টে ভারতীয় একাদশে ছিলেন না। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টই হয়ে রইলো দেশের জার্সিতে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ।