ক্রীড়া ডেস্ক►
সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ব্যবধানে জয় পেল বাংলাদেশের মেয়েরা। সফররত আইরিশ মেয়েদের ১৫৪ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে বাংলাদেশ মেয়েদের রানে ব্যবধানে সর্বোচ্চ জয় ছিল ১১৯ রানের।
বুধবার (২৭ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে ফারজানা হক ও শারমিন সুপ্তার জোড়া ফিফটিতে ৪ উইকেটে ২৫২ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট রতে নেমে টাইগ্রেস বোলারদের বিপক্ষে ২৮.৫ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংস।
বাংলাদেশের জয়ে বড় অবদান সুপ্তার। ১৬ মাস পরে দলে ফেরা ডানহাতি ব্যাটার ৮৯ বলে ১৪ চারে করেন সর্বোচ্চ ৯৬ রান। এছাড়া ১১০ বলে ৬১ রান আসে ফারজানা হক পিংকির ব্যাটে।
আইরিশদের একশোর নিচে আটকে দিতে সম্মিলিতভাবে উইকেট নিয়েছেন বোলাররা। পেসার মারুফা আক্তার ১৮ রানে পান ২ উইকেট। অফ স্পিনার সুলতানা খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুজনেই ২৩ রান দিয়ে পান ৩টি করে উইকেট।
২৫৩ রানের লক্ষ্যে নেমে তৃতীয় ওভারেই পর পর দুই বলে গ্যাবি লুইস এমি হান্টারকে তুলে নেন মারুফা।তার এনে দেওয়া শুরু ধরে স্পিনাররা দেখাতে থাকেন দাপট। ওপেনার সারাহ ফরবেস থিতু হলেও উড়তে পারেননি, ডট বলের চাপে তাকে ক্রিজে আড়ষ্ট করে রাখে বাংলাদেশ।ওরলা প্রেনডারগাস্ট ৩৪ বলে ১৯ করে ফেরার পর ২৫ রান করে নিজের লড়াই থামান সারাহ। আইরিশ ব্যাটারদের মধ্যে এরপর দুই অঙ্কে যেতে পেরেছেন আর কেবল একজন। লাউরা ডেলানি ৩৮ বলে করেন ২২ রান।
মুরশিদা খাতুন-ফারজানা হকের জুটির পর তিনে নেমে দলের রানের চাকায় গতি আনেন সুপ্তা। পরে প্রায় পুরো ইনিংস টেনে নিয়ে দলকে শক্ত জায়গায় নেওয়ার কারিগর তিনি। মাঝে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (২৮ বলে ২৮) সঙ্গে মিলে ৬১ রানের জুটি পান তিনি। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির পর দ্রুততম সেঞ্চুরির কাছেও ছিলেন তিনি। ৪৯তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে ৮৯ বলে ৯৬ রানে থেমে আক্ষেপে পুড়েন তিনি। তবে তার ইনিংসেই বড় জয়ের ভিত পেয়ে বোলিংয়ে নিজেদের কাজটা করেছে টাইগ্রেসরা।একই মাঠে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।