Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক►

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

এ সময় দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়ে।

শহরের গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) বিকেলে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম. হাছিবুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে গণ সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঠেকাতে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে, তার ক্ষমা নেই। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বক্তারা আরও বলেন, বিতাড়িত শেখ হাসিনা সরকার যে পরিমাণ টাকা লটুপাট ও পাচার করেছে তা দিয়ে দেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব ছিল তারা এসব টাকা দিয়ে বিদেশে বেগমপাড়ায় নিজেদের আস্তানা গেড়েছে। তারা দেশের মানুষের কথা কখনই চিন্তা করেনি। তাদের ধরে ধরে গ্রেপ্তার করতে হবে। সেইসঙ্গে তাদের অবৈধ সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। 

জাতীয় সংসদ নির্বাচনে পিআর (সংখ্যানুপাতিক হারে) পদ্ধতি চালু করার দাবি জানিয়ে বক্তারা বলেন, যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, তাহলে পেশিশক্তির ব্যবহার হবে না। টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। কোনো জুলুম, খুন, কেন্দ্র দখল চলবে না, মার্কায় ভোট দেবেন। যেই মার্কা যতো ভোট পাবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং প্রতিনিধিত্ব করবে।

সংগঠনের জেলা সেক্রেটারী মুফতি আল আমিন বীন হোসাইনের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা সভাপতি মুহাম্মদ আনওয়ার উল ইসলাম আরিফ, সেক্রেটারী মুফতি শেখ হেলাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো. শাহাজ উদ্দিন রিয়াদ, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী, বাংলাদেশ মুজাহিদ কমিটি  সদর উপজেলা নেতা মাওলানা মো. মাহবুবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মৌলভী মোহাম্মদ আব্দুল মোত্তালিব মন্ডল, ইসলামী আইনজীবী পরিষদ জেলা সভাপতি অ্যাড. মোহাম্মদ আজিজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আহমাদ আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad