Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১০-২০২৪, সময়ঃ বিকাল ০৫:২০
  • ৩৩ বার দেখা হয়েছে

রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদ্‌যাপিত

রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদ্‌যাপিত

পিআইডি, রংপুর►

‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশের সুশাসন’ এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস, ২০২৪ উদ্‌যাপিত হয়েছে। আজ (রবিবার, ৬ অক্টোবর) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোঃ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, নাগরিক সুবিধা পেতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সবার জন্য জরুরি। সময়মতো জন্ম ও মৃত্যুর নিবন্ধন নিশ্চিত করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করা না হলে পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জমি রেজিস্ট্রি, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন প্রয়োজন। মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে জমির মালিকানা, মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন, পারিবারিক পেনশন প্রাপ্তিসহ অনেক কাজেই মৃত্যু নিবন্ধন প্রয়োজন হয়। এছাড়া মৃত্যু নিবন্ধিত না হলে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ণয়ও সম্ভব হয় না। সাধারণ মানুষের মধ্যে জন্ম ও মৃ্ত্যুর নিবন্ধন সম্পর্কে সচেতনতা তৈরিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবু জাফর, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ডসচিব ও ইউডিসির নিবন্ধন সহকারী, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনাসভার পূর্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad