• মাধুকর প্রতিনিধি
  • ৯ মাস আগে

সাঘাটায় তেনাচিরা বিলে পদ্মফুলের অপরুপ সৌন্দর্য

সাঘাটায় তেনাচিরা বিলে পদ্মফুলের অপরুপ সৌন্দর্য

সাঘাটা প্রতিনিধি
দু’ চোখ যতদুর পলক ফেলে ততদুর পর্যন্ত দেখে মনে হয় গোলাপি ও সাদা রঙের পদ্মফুলের পাঁপড়ি মেলে প্রকৃতি প্রেমীদের যেন স্বাগত জানাচ্ছে। সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘিরে প্রাকৃতিকভাবে সৃষ্ট হয়েছে বিস্তীর্ণ এলাকা জুঁড়ে তেনাচিড়া বিল। দেখে যেকেউ মনে করবেন পদ্মফুলের চাষ করা হয়েছে এই বিলে।
প্রকৃতি যেন পদ্ম পাতায় তার অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে এই বিলে। আর বিলে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। পদ্মপাতায় ঢেকে রেখেছে সমস্ত বিলের পানি। আর পাতা ভেদ করে বাতাসের তালে দোল খাচ্ছে গোলাপি আর সাদা রঙের অসংখ্য পদ্মফুল। বিলের মাঝ দিয়ে একটি সড়ক বিলের দু’পাড়ের মানুষের যোগাযোগের জন্য সেতুবন্ধন তৈরী করেছে। বিকেল হলেই দুরদুরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা বিলের পদ্মফুলের সৌন্দর্য্য উপভোগ করতে এই সড়কে ভিড় করে।
স্থানিয় লোকজন সহ দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরদের কাছেও এই বিল এখন পদ্মফুলের বিল নামেই পরিচিত হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, গত ৮ থেকে ১০ বছর ধরে বর্ষা মৌসুমে এই বিল জুড়ে দেখা যায় পদ্মফুল। এখন প্রায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসছে এক নজর পদ্ম ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে।
সাঘাটা উজেলা কৃষিকর্মকর্তা সাদেকুজ্জামান বলেন, শুষ্ক মৌসুমে পদ্মফুলের বীজ এবং মূল নষ্ট হয়না। সাধারণত নিচু বোরো জমিতে এসব বীজ এবং মুল থাকে। বোরো মৌসুম শেষে বর্ষা শুরু হলে জন্মে । ফলে পদ্মফুল ফসলের কোনো ক্ষতি করে না। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধির জন্য জলশয়গুলোতে এভাবে পদ্মফুল সংরক্ষণ করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়