• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১২

জাপানে জনসংখ্যা কমলেও বেড়েছে অভিবাসী

জাপানে জনসংখ্যা কমলেও বেড়েছে অভিবাসী

মাধুকর ডেস্ক►

জাপানের স্থানীয় জনসংখ্যা দ্রুত গতিতে কমছে, তবে বাড়ছে বিদেশি নাগরিকদের সংখ্যা। বর্তমানে দেশটিতে ৩০ লাখ অভিবাসী রয়েছে। আজ বুধবার (২৬ জুলাই) জাপান সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জাপান সরকারের দেওয়া তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, গত ১৪ বছর ধরেই জাপানের জনসংখ্যা কমছে। গত বছর কমেছে প্রায় ৮ লাখ। দেশটির অভ্যন্তরীণবিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের জনসংখ্যা কমতে কমতে এ বছরের জানুয়ারিতে ১২ কোটি ২৪ লাখ ২ হাজারে দাঁড়িয়েছে।

২০২১ সালে জাপানে যে পরিমাণ বিদেশি নাগরিক বাস করতেন, তার তুলনায় গত বছর ১০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রায় ৩০ লাখে গিয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০২০ সালে জাপানে অভিবাসী বাস করত ২০ লাখ ৮৭ হাজার।

২০০৮ সালের পর থেকে জাপানের জনসংখ্যা ক্রমশ কমছে। গত বছর কমেছে সবচেয়ে বেশি। জাপান সরকারের প্রধান মন্ত্রীপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, সমস্যা সমাধানে তরুণদের বিয়েতে উদ্বুদ্ধ করাসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জন্মহার বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর সরকার উচ্চ মাত্রার ঋণের মধ্যে থাকা সত্ত্বেও শিশু যত্ন ও মা বাবাদের আর্থিক প্রণোদনা দিতে ২৫ বিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছেন কিশিদা।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়