সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিনামূল্যে পাঠ বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক নতুন বছরের প্রথম দিন আজ রোববার উপজেলার সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এছাড়া উপজেলা প্রশাসনের নিদের্শনা মোতাবেক একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জন সরকারি কর্মকর্তা উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনে অংশ গ্রহন করে। এদিকে উপজেলার ২৫৯টি প্রাথমিক বিদ্যালয়, ৮৮টি নিন্ম ও মাধ্যমিক বিদ্যালয়, ৪৯টি মাদ্রাসা এবং ১২০টি ইবতেদায়ী মাদ্রাসার প্রধানগণ ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সুধীজনদের নিয়ে বই বিতরণ কায়ক্রমের উদ্বোধন করেছেন। তবে সকল স্তরের শিক্ষার্থীদের শতভাগ বিষয়ের বই বিতরণ করা সম্ভব হয়নি।