তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) উপজেলা পরিষদের মিলনায়তনে এ অর্থ বিতরণ করা হয়। জনপ্রতি ছয় হাজার টাকার চেক উপজেলার ৩৩ জন হতদরিদ্র মানুষকে প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম আনুষ্ঠানিকভাবে এই অর্থের চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার মোঃ কামরুজ্জামান প্রমূখ।