নীলফামারী প্রতিনিধি ►
নীলফামারীর ডোমারে এক মৎস্য চাষীর হ্যাচারী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত নবজাতকের জন্মদাতার সন্ধান মেলেনি। বুধবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটেছে।
হ্যাচারী মালিক মতিয়ার রহমান জানান, সকালে প্রতিদিনের মতো হ্যাচারীতে মাছের খাবার দিতে যাই। তখন দেখি পানিতে একটি নবজাতকের মরদেহ ভাসছে। পরে আমি এলাকাবাসীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে। এলাকাবাসীর মধ্যে শিক্ষক গোলাম কবীর জুয়েল বলেন, সম্ভবত কে বা কারা রাতের আঁধারে নবজাতকটিকে পানিতে ফেলে রেখে গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।
এ বিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।