Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৪-২০২৫, সময়ঃ সকাল ১০:২৩
  • ২১ বার দেখা হয়েছে

ঈদের দিন গাইবান্ধায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ১ নিহত ও ১২ জন আহত

 ঈদের দিন গাইবান্ধায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ১ নিহত ও ১২ জন আহত

নিজস্ব প্রতিবেদক 

ঈদের দিন গাইবান্ধায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ১ নিহত ও ১২ জন আহত  হয়েছেন। নিহত মিজানুর রহমান (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি বালুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এসব ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে রংপুর মেডিকেল হলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেল সাড়ে ৩টার দিকে পলাশবাড়ী থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকসা পাঁচ যাত্রী নিয়ে গাইবান্ধা আসছিলো। অটোরিকসাটি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় পৌছিলে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকসার পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর গ্রামের বুলবুল আহমেদের ছেলেনাবিল মাহমুদ (২৬), দিনাজপুর নিউ টাউন এলাকার আব্দুস সামাদের ছেলে আশিক (১৮), শামীম আহমেদের ছেলে ওমর খান (১৮), সোহেল রানার ছেলে আতিকুর (১৭) এবং সুইহারী গ্রামের জুয়েল রানার ছেলে জহির উদ্দীন (৬০)। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রাইভেটকারের একজন গুরুতর আহত হলে ঘটনাস্থল থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় তার নাম পাওয়া যায়নি। তারা ঈদের দাওয়াতে গাইবান্ধা শহরের সরকারপাড়ায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া বিকেল ৪টার দিকে দিনাপুরের ঘোড়াঘাট থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে গাইবান্ধা আসার পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় শিকার হন। আহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট গ্রামের লুৎফর রহমানের ছেলে সবুজ (২৭), ওসমানপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২৮) ও নুর ইসলামের ছেলে সাইফুল্যা আরিফ (২৭)। এ সময় পথচারী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, গোবিন্দগঞ্জের বালুয়া এলাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে গাইবান্ধার বালাসিঘাটে যাচ্ছিলো। তারা গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের জলের মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি বালুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) গুরুতর আহত হন। অপর দুইবন্ধু আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। তাদের পরিচয় জানা যায়নি। তবে আশঙ্কাজনক অবস্থায় মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভ জানান, পৃথক দুর্ঘটনায় ৭ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের প্রত্যকের শরীরে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad