Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৯ ঘন্টা আগে
  • ৪৪ বার দেখা হয়েছে

শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

সোনাতলা প্রতিনিধি ► 

বগুড়ার সোনাতলায় শালিখা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। বুধবার এ সুবর্ণজয়ন্তী উপলক্ষে মিলন মেলায় পরিণত হয় শালিখা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন। দিনব্যাপী এই উৎসবে ছিল পুনর্মিলনী, সংবর্ধনা, আলোচনা সভা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও র‌্যাফেল ড্র। 

শালিখা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাদুজ্জামানের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হাসনাত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ডাঃ এইচ এম মশিহুর রহমান, বগুড়া জেলা সহকারী শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। মাসুদ আল আমিন শ্যামল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল ওয়াদুদ। 

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শালিখা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সাবেক সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামসুল হক, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক জগদীশচন্দ্র সরকার, সোনাতলা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ (সহকারী শিক্ষক) আব্দুল হাই, ভিকনের পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তেজার রহমানসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীবৃন্দ। 

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫০ বছরের ইতিহাসে শালিখা উচ্চ বিদ্যালয় অগণিত মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে। প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানেও ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়টি শুধু শিক্ষার জন্যই নয়, সোনাতলার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও অবদান রেখে চলেছে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের সমাপ্তি গোষণা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad