Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৪-২০২৫, সময়ঃ সকাল ০৯:৫২
  • ১২ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে বাড়ী-ঘর ভস্মিভূত ॥ ২ টি গরুর মৃত্যু

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে বাড়ী-ঘর ভস্মিভূত ॥ ২ টি গরুর মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ► 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও মালামালসহ ৩টি ঘর পুড়ে গেছে। এসময় গোয়ালের ২টি গরুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার কাটাবাডী ইউনিয়নের দক্ষিন পলুপাড়া  গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  অগ্নিকান্ডে এই গ্রামের আকবার আলীর ছেলে কৃষক আব্দুস সোবাহানের বাড়ীর ৩টি থাকার ঘর ও গোয়াল ঘরে আটকা পড়া ৫টি গরু দগ্ধ হয় এর মধ্যে ২টি গরু মৃত্যু হয়। এ ছাড়াও ঘরের আসবাবপত্র সহ  প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। 

স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘোড়াঘাট ইউনিটের একটি দল আগুন নিভানো কাজে অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণেআনে। ঘোড়াঘাট ফাায়ার সাভিসের লিডার মুক্তি মাহমুদ জানান, গোয়াল ঘরের মশা মারার কয়েল থেকে আগুনের সুত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে কৃষক আব্দুস সোবাহানের সকল মালামাল পুড়ে গেছে। উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad