নিজস্ব প্রতিবেদক ►
শ্রদ্ধা ভালোবাসায় কবি সরোজ দেবকে স্মরণ করলো নজরুলচর্চা কেন্দ্র। শহরের কলেজ রোডস্থ গাইবান্ধা নিউরন নার্সিং ইনস্টিটিউটের মিলনায়তনে বুধবার ‘তুমি কোন পথে এলে হে মায়াবী কবি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ও নজরুলচর্চা কেন্দ্রের উপদেষ্টা প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন নজরুলচর্চা কেন্দ্রের নির্বাহী প্রধান অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা। অনুষ্ঠানে কবি সরোজ দেবের স্মৃতি চারণ করে বক্তব্য দেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, গাইবান্ধা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা. একরাম হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চুনি ইসলাম, সংগীত শিল্পী আফরোজা বেগম লুপু, সাহিত্যিক শামীম মাহবুব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাখোয়াত হোসেন বিপ্লব, এটিএন তারকা সংগীত শিল্পী রেজোয়ান, নজরুল চর্চাকেন্দ্রের আরাফাত প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন শাহজাদী হাবিবা সুলতানা পলাশ।
বক্তারা কবি সরোজ দেবের স্মৃতি রক্ষায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে সরোজ দেব কর্নার প্রতিষ্ঠা, জেলার সরকারি ওয়েব পোর্টালে বিখ্যাত ব্যক্তিদের তালিকায় সরোজ দেবের নাম অন্তর্ভুক্তের দাবি জানান।
উল্লেখ্য, কবি সরোজ দেব গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। তিনি মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।