• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৩:১৭
  • ৮৫ বার দেখা হয়েছে

বিভাগীয় পর্যায়ে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম এসকেএস স্কুল এ্যান্ড কলেজের কৌশিক

বিভাগীয় পর্যায়ে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম এসকেএস স্কুল এ্যান্ড কলেজের কৌশিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ রংপুর বিভাগীয় পর্যায়ে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম স্থান অর্জন করেছেন গাইবান্ধার এসকেএস স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী কৌশিক কুমার দাস। 

গেল ১২ মে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জন করে কৌশিক।

তার এমন সাফল্যে কৌশিকের মা-বাবা, আত্বীয়-স্বজনসহ এসকেএস পরিবার গর্বিত ও আনন্দিত।

এর আগে, কৌশিক উপজেলা ও জেলা পর্যায়ে উচ্চাঙ্গ সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে।  

কৌশিকের স্বজন ও শিক্ষকরা জানান, কৌশিক কুমার দাস ছোটবেলা থেকেই নিয়মিত পড়াশুনার পাশাপাশি সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহী। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নের সময় থেকে বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে সে। 

কৌশিক কুমার দাস মাধুকরকে বলেন, এমন অর্জনে আমি খুব খুশি। আমার সংগীত গুরু মো. আলী খানের কাছে আমি কৃতজ্ঞ।

ভবিষ্যত জীবনে সফলতার জন্য কৌশিক সবার আশীর্বাদ কামনা করেছে। কৌশিক কুমার দাসের বাড়ি গাইবান্ধা শহরের মাস্টার পাড়ায়। সে ওই গ্রামের হিমাংশু চন্দ্র দাস ও কনিকা রাণী দম্পতির ছেলে। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়