• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৬-২০২৪, সময়ঃ রাত ০৮:০২

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক►

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা, ধর্ষণ ও দখলদারত্বের প্রতিবাদে গাইবান্ধায় ‘ফিলিস্তিন সংহতি সমাবেশ’ করেছে প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ।

আজ (শনিবার, ১ জুন) বিকেলে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাসা) সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের মানুষ প্রাণপণ লড়াই করছেন। সে লড়াই বিচ্ছিন্ন কোনো লড়াই নয়। সে লড়াই আমাদেরও লড়াই। এ লড়াই সারা পৃথিবীর মানুষের লড়াই।

বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে বক্তারা বলেন, ফিলিস্তিনে যা ঘটছে, তা সামান্য নয়। ফিলিস্তিনের শিশু, নারীর যে আর্তনাদ, কান্না; তা সারা বিশ্বের বিপন্ন আর্তমানুষের কান্না, চিৎকার। ফিলিস্তিন হচ্ছে বিপন্ন, নিপীড়িত মানুষের বাসভূমি। ফিলিস্তিনে ইসরায়েল যা করছে, তা মানবসভ্যতা ও মনুষ্যত্বকে ধ্বংস করছে।

ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি প্রকাশ করে সমাবেশে ব্যানার, ফেস্টুন, পোস্টার–প্ল্যাকার্ড নিয়ে ফিলিস্তিনের মানুষের মুক্তি ও স্বাধীনতার দাবি জানানো হয়।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাসদের জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির  (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদীর জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, বাংলাদেশ কৃষক সমিতি জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক রানু সরকার ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়