বগুড়া সংবাদদাতা►
বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক ফাইম (৫৫), আব্দুল হান্নান (৪৪) ও চেইন মাস্টার আলমগীর হোসেন (৪২)। তাদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
এ ঘটনায় বাসের দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি চার মাথা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রোহান পরিবহনের যাত্রীবাহী একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাসের চালক ও হেলপার পলাতক আছে।
এদিকে দুর্ঘটনার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।