Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৮ ঘন্টা আগে
  • ১৪৫ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে ভোটকেন্দ্রে গুলি, ৬ বছর পর মামলা

সুন্দরগঞ্জে ভোটকেন্দ্রে গুলি, ৬ বছর পর মামলা

তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

২০১৮ সালের ৩০ ডিসেম্বের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় ৬ বছর পর থানায় মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) ওই ঘটনার সময় গুলিবিদ্ধ মো. শাহিন মিয়ার বাবা শান্তিরাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আইয়ুব আলী বাদী হয়ে ৩৪ জনের নামসহ ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। 

মামলায় শান্তিরাম ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিনকে ১নং আসামি, শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরুজিত কুমার প্রামানিক, সাধারন সম্পাদক মো. আনিছুর রহমান, উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি মাওলানা মো. আবুল হোসেনসহ জাতীয় পাটি ও আওয়ামীলীগের ৩১জন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভোট চলাকালিন সময় ১১টার সময় ১৪ দল সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জয়ী করার লক্ষে্য সাধারণ ভোটার এবং এজেন্টদেরকে ভোটকেন্দ্র হতে বাহির করে দিয়ে লাঙল মার্কায় সিল মারতে থাকেন আসামিগণ। সাধারণ ভোটারেরা প্রতিবাদ করলে আসামি মো. রুবেল মিয়া তার কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে বাদীর ছেলে শাহিন মিয়াকে হত্যার উদ্দ্যেশে গুলি করে। স্থানীয়রা গুলিবিদ্ধ শাহিন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। 

মামলার বাদী মো. আইয়ুব আলী বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় প্রভাবের কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি মামলা করেছেন।

থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, বাদী এজাহার দ্বায়ের করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মামলা করা হয়েছে। এ মামলায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad