Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১২ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে

গাইবান্ধায় বিকেএসপির জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি আজ

গাইবান্ধায় বিকেএসপির জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক►

ঢাকায় সাভারের জিরানীতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উদ্যোগে গাইবান্ধায় জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচির আয়োজন করা হয়েছে আজ (সোমবার, ৭ এপ্রিল)। 

শহরের শাহ্ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ এর অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। 

বিকেএসপি সূত্রে জানা গেছে, আজ গাইবান্ধা, বরিশাল, মুন্সিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্ব শেষ হবে আগামী ২৪ এপ্রিল সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঢাকা ও চট্টগ্রাম জেলার মাধ্যমে। যে কোনো জেলার প্রার্থী যে কোনো বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে। তবে অংশগ্রহনের পূর্বে প্রতিযোগীকে অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে। 

এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বছর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বছর বয়সী ছেলে এবং মেয়ে (বক্সিং ব্যতিত) খেলোয়াড় নির্বাচন করা হবে। অন্যান্য জেলার বাছাই পর্বে অংশ নিতে না পারা ছেলে-মেয়েরা বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা কেন্দ্রের পরীক্ষায় অংশ নিতে পারবে। বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সাথে আনতে হবে। প্রতি ক্রীড়া বিভাগের জন্য পঞ্চাশ টাকা হারে আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। সেই সাথে কোনো বিষয়ে জানতে চাইলে বিকেএসপিতে যোগাযোগ করে জেনে নিতে পারেন। অনলাইন তথ্যের জন্য: ০১৬৭২-০৯৩৩৪৬, ০১৪০৬-১৫২২৩১, প্রয়োজনীয় তথ্যের জন্য: ০১৭০৯-৩৩০০৮৪, ০১৬০৭-৫০৬২৬৬, ০১৭১৩-২৪৬০৪০। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad