মাধুকর ডেস্ক►
ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিট্যান্স। দেশে প্রথমবারের মতো এক মাসে তিন বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা পূরণ করেছে প্রবাসী আয়। আজ (রবিবার, ৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে রেমিট্যান্স আয়ের লক্ষ্যমাত্রা ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে। যা মাস হিসাবে ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়।
এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড হয়েছিল গত ডিসেম্বরে। ওই মাসে মোট ২৬৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল বাংলাদেশে।
মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন। তবে বিগত সময়ে রেমিট্যান্স ২ থেকে আড়াই বিলিয়ন ডলারের ঘরে থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রবাসীরা দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তারা ব্যাংকে টাকা পাঠানো বাড়িয়েছেন।
মুখপাত্র জানান, আগামীতে এ লক্ষ্যমাত্রা ধরে রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। এজন্য এরই মধ্যে দূতাবাসগুলোতে তৎপরতা বাড়ানো হয়েছে। সেই সাথে হুন্ডিতে টাকা পাঠালে প্রবাসী এবং তাদের পরিবার কোন সম্পদ অর্জনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে বলেও তাদেরকে অবহিত করা হচ্ছে।
তবে ব্যাংকিং চ্যানেলে পাঠালে বেশ কিছু সুযোগ সুবিধা পাবে, সে বিষয়ে তাদের জানানো হচ্ছে বলে জানান তিনি।
এক মাসে রেমিট্যান্সের উল্লেখযোগ্য অর্জনের বিষয়ে ব্যাংক কর্মকর্তারা জানান, রমজান ও ঈদ ঘিরে সবসময়ই রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা যায়। তবে এবারের মতো এত বেশি প্রবৃদ্ধি অতীতে কখনই দেখা যায়নি। এবার রমজান ও ইংরেজি মার্চ মাস প্রায় একই সময়ে শুরু ও শেষ হচ্ছে। এ কারণে মাসের পুরো সময়েই প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। তবে রেমিট্যান্সের ক্ষেত্রে এক মাসে ৩ বিলিয়ন ডলারের যে রেকর্ড, তা দেশের সার্বিক অর্থনীতির জন্য বড় অর্জন।