নাটোরের লালপুরে মুদি দোকানী কুপিয়ে হত্যা
নাটোর প্রতিনিধি ► নাটোরের লালপুরে বাড়ির সামনে সাইফুল ইসলাম নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে লালপুর উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম একই উপজেলার বামনগ্রামের এবাদ মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার(১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে লালপুর উপজেলার এবি ইউনিয়নের বামুনগ্রাম বাজার হতে সাইফুল ইসলাম বাড়ি ফিরছিলেন। পরে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নুরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
নিউজটি শেয়ার করুন