Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১১-২০২৩, সময়ঃ সকাল ১০:০৫

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

মাধুকর ডেস্ক►
বিরাট কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে এক যুগ পর বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠলো ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে ভারত ৭০ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আগে ব্যাট করতে নেমে কোহলি ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ভারত ৪ উইকেটে ৩৯৭ রান তোলে। শচীন টেন্ডুলকারকে টপকে বিশ্বকাপ ক্রিকেটের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডও গড়েন কোহলি। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয়ে যায়।

ভারত বিশ্বকাপ ক্রিকেটে দারুণ সময় কাটছে বিরাট কোহলির। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল কিউইদের মুখোমুখি হয় স্বাগতিক ভারত। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের উপর তান্ডব চালাতে থাকেন ভারতের দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও শুভমান গিল। ব্যাট হাতে ঝড় তোলা রোহিত আউট হন ৪৭ রানে। তবে হাফ সেঞ্চুরি পান শুভমান গিল। পায়ে ব্যথা পেয়ে শুভমান ৭৯ রানে রিটায়ার্ড হার্টে যান।

এরপর কিউই বোলারদের হতাশ করে উইকেটের চারপাশে রানের ফোয়ারা ফোটাতে থাকেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ক্রিকেট দেবতা যেনো এদিন পণ করেই রেখেছিলেন, দু’হাত ভরে দেবেন কোহলিকে। হলোও তাই ....। কোহলির ব্যাটে চড়ে ভারত এগুতে থাকে বড় সংগ্রহের পথে। ভারতের জীবন্ত কিংবদন্তী শচীন টেন্ডুলকারের রেকর্ডের পাহাড় এদিন অতিক্রম করতে থাকেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটের এক আসরে সবচেয়ে বেশি রান করার পথে কোহলি টপকে যান শচীনকে। ২০০৩ বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের ৬৭৩ রান অতিক্রম করেন কোহলি। তবে এই অভিযাত্রায় কোহলি এক ম্যাচ কম খেলে নতুন রেকর্ড গড়েন।

দুর্গম পথ পাড়ি দেয়ার পথে এদিন দুর্বার হয়ে উঠতে থাকে কোহলির ব্যাট। আগেই সেঞ্চুরি করে স্পর্শ করেছিলেন শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের ঘরের মাঠে, ক্রিকেট ঈশ্বর শচীনের সামনেই ওয়াংখেড়েতে এদিন কোহলি পৌঁছে গেলেন নতুন উচ্চতায়। করেন ওয়ানডেতে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি। রেকর্ড টপকানোর পর মাঠে উপস্থিত শচীনকে কুর্ণিশ জানাতে ভুলেননি কোহলি। নতুন ইতিহাস লিখে একমাত্র ক্রিকেটার হিসেবে কোহলি ৫০তম সেঞ্চুরির মালিক। কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া শতকে শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩৯৭ রান তোলে ভারত।

জবাবে কিউইদের শুরুটা ভালো না হলেও, অধিনায়ক কেইন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ব্যাটে চড়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলো নিউজিল্যান্ড। ভারতীয়দের বাজে ফিল্ডিংয়ে এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পান মিচেল। তবে মোহাম্মদ শামীর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ দিকে গ্লেন ফিলিপসের ৪১ রান কেবল কিউইদের পরাজয়ের ব্যবধান কমায়। নিউজিল্যান্ড অলআউট হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad