আমিনুল হক, ফুলছড়ি►
বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ (বুধবার, ১জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ফুলছড়ি উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক।
এছাড়াও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ, এম সোলায়মান শহিদ, সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জোহা লুডু, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম মন্ডল লিংকন প্রমুখ।
এদিকে ফুলছড়ি উপজেলা সদরে সাত ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাঘাটা-ফুলছড়ি আসনের নমীনি ফারুক আলম সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন ও এইচ.এম সোলাইমান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ,সাধারণ সম্পাদক নূর হোসেন, উড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন জীবন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ায়েচ কুরুনী, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক রায়হান সরকার রাহুল, ফুলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক ছমেদ আলী সরকার, ফজলুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু তালেব সরকার, সাধারণ সম্পাদক ফজলুল হক বিজয়, এরেন্ডাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব মিয়া, সাধারণ সম্পাদক এসকে শামীমসহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রদল হলো বিএনপি’র মূল চালিকা শক্তি। দলের ভবিষ্যৎ কর্ণধার। ছাত্রদলের নেতাকর্মীরা দলের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখে। অতীতের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা চিরস্মরণীয়। আমরা পুনরায় ছাত্রদলকে সেই অবস্থায় দেখতে চাই।