নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ (রবিবার, ২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
আয়োজকরা জানান, আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। এতে জেলার ৮ টি দল অংশ নেবে। দলগুলো হচ্ছে: গাইবান্ধা সদর উপজেলা, সুন্দরগঞ্জ উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, পলাশবাড়ী উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, সাঘাটা উপজেলা, ফুলছড়ি উপজেলা ও গাইবান্ধা পৌরসভা।
টুর্নামেন্টের প্রথম খেলায় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে সকাল ৯ টায় গাইবান্ধা সদরের মুখোমুখি হবে ফুলছড়ি উপজেলা দল। অন্যদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ২টায় পলাশবাড়ীর মুখোমুখি হবে সুন্দরগঞ্জ উপজেলা দল।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হেদায়তুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমির আব্দুল করিম সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ প্রমুখ।
পরে এক বর্ণাঢ্য র্যালি শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।