নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন (জিপিএ) প্রতি বছরের মতো এবারও আজ (বুধবার, ১ জানুয়ারি) খ্রিস্টীয় নতুন বছরের প্রথম সকালে শীতকালীন ফটোওয়াকের আয়োজন করে। তবে এবারের আয়োজনটি ছিল ব্যতিক্রমী ও আবেগঘন। প্রয়াত ফটোগ্রাফার নাফিস শাহরিয়ার আকাশকে শ্রদ্ধা জানাতে তার স্মৃতির প্রতি ফটোওয়াকটি উৎসর্গ করা হয়।
‘স্মৃতিতে আকাশ’ শিরোনামে ২০২৫ সালের বিশেষ ফটোওয়াকে অংশগ্রহণ করেন সংগঠনের একঝাঁক প্রতিভাবান ফটোগ্রাফার কুদ্দুস আলম, শিপলু কুমার, জাহিদ হাসান জীবন, রেজওয়ান সিফাত, অয়ন, নয়ন কৃষ্ণ, কলি, সায়মন, বিশাল, হৃদয়, মিথুন, শ্রাবণ, প্রাণকৃষ্ণ, আশিক, আলিফ, সউমিক, ওমর, সিয়ামসহ আরও অনেকে।
সকালে সবাই গাইবান্ধা পৌর পার্কে একত্রিত হন এবং সেখান থেকে রওনা দেন বালাশীঘাটের উদ্দেশে। নির্ধারিত সময়ের মধ্যে বালাশীঘাটে পৌঁছে সকলে নিজের মতো করে প্রকৃতি ও জীবনের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেন। সৃজনশীলতার এই যাত্রা শেষে সবাই আবার একত্রিত হন।
ফটোওয়াকের শেষ পর্যায়ে সংগঠনের সদস্যরা গাইবান্ধা পৌর গোরস্থানে যান এবং আকাশের কবরে তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন। নাফিস শাহরিয়ার আকাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ফটোওয়াক শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছিল বন্ধুত্ব, আবেগ ও ভালোবাসার একটি অনন্য দৃষ্টান্ত। গাইবান্ধা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন প্রমাাণ করেছে যে, ছবি হৃদয়ের অনুভূতি এবং স্মৃতিকে ধরে রাখার এক শক্তিশালী ভাষা।