নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৮ গ্রাম ইয়াবা ও ১৫২টি ইয়াবা ট্যাবলেটসহ শামীম শেখ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ খোলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম শেখ ওই গ্রামের আমিরুল শেখের ছেলে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শামীম শেখ দীর্ঘদিন থেকে মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত। তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা।