• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৪-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৩
  • ২২ বার দেখা হয়েছে

দিনাজপুরের ৩ উপজেলার নির্বাচনে ৪২ প্রাথীর মনোনয়ন দাখিল

দিনাজপুরের ৩ উপজেলার নির্বাচনে ৪২ প্রাথীর মনোনয়ন দাখিল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে  প্রথম ধাপে তিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিনটি করে পদের বিপরীতে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ।

আজ সোমবার ( ১৫ এপ্রিল) মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটানিং কর্মকতা কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন । 

কামরুল ইসলাম বলেন, শুধু মাত্র অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  কাজী শুভ রহমান চৌধুরী , তৌহিদুল ইসলাম সরকার , রবিউল ইসলাম , সারওয়ার হোসেন ও শাহ মোঃ  শামীম হোসেন চৌধুরীসহ  ৫ জন, ভাইস চেয়াম্যান পদে ৯ জন  ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ।

হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম , কামাল হোসেন রাজ ও  হারুন উর রশিদসহ ৩ জন ,  ভাইস চেয়ারম্যান পদে ২  এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । 

বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ড. এনামুল হক ,পারভেজ কবীর , মতিউর রহমানসহ ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্রের  যাচাই বাচাই , ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং  ৮ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । তিন উপজেলায় প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়