• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৪-২০২৪, সময়ঃ সকাল ১১:১৮
  • ৩৩ বার দেখা হয়েছে

সাঘাটায় তথ্য অফিসের কমিউনিটি সভা অনুষ্ঠিত

সাঘাটায় তথ্য অফিসের কমিউনিটি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাঘাটায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধদিপ্তর, ঢাকার পরিচালক হাছিনা আক্তার। 

জেলা তথ্য অফিসার (রু:দা:) মো: আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ শরিফা বেগম ও মোঃ লিটন মিয়া। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মোঃ মাসুদুর রহমান (মাসুদ)। 

কমিউনিটি সভায় ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসকি স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিয়ে, ইভটিজিং ও পরিস্কার-পরিচ্ছন্নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়