দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সাত দফা আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এ কে এম ইলিয়াস মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রমজান আলী শাহ, জেসমিন আক্তার প্রমুখ।