Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১১-২০২২, সময়ঃ দুপুর ০২:১৬

গাইবান্ধায় ৫২টি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

 গাইবান্ধায় ৫২টি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক  ►

গাইবান্ধা শহরের সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আদর্শ কলেজ, তুলশীঘাট শামসুল হক ডিগ্রী কলেজসহ জেলার ৭ উপজেলার মোট ৫২টি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষ।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এইচএসসি কেন্দ্র ৩০টি, এইচএসসি বিএম ১৪টি, এইচএসসি ভোকেশনাল ১ টি, ডিপ্লোমা ইন কমার্স ১টি এবং আলিম পরীক্ষার ৬টি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের জন্য জেলা প্রশাসন বিভিন্ন পদপে গ্রহণ করেছে। সকাল ১১টা হতে দুপুর ১টা অবধি অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা।

পরীক্ষা কেন্দ্রগুলোর উপজেলা হলো গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা, বোনারপাড়া, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২৪ হাজার ৫শ জন শিক্ষার্থী। এর মধ্যে গাইবান্ধা সরকারি কলেজে ৭২৯ জন, সরকারি মহিলা কলেজে ৮শ ৪৪ জন, গাইবান্ধা আদর্শ কলেজে ৭শ ৩৪ জন ও তুলশীঘাট শামছুল হক কলেজে ৭শ ৭৬ জন শিক্ষার্থী। 

গাইবান্ধা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, পরীক্ষা গ্রহণের দায়িত্বে রয়েছে সহকারি অধ্যাপক রজত কুমার সাহা, প্রভাষক ইলোরা আল মেহেদেনি, নূর মোহাম্মদ সিদ্দিক। গাইবান্ধা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাইদ মন্ডল জানান, মোট পরীক্ষার্থী ৭২৯ জন। বাংলা ২য় পত্রে ৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় ৬৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছে গাইবান্ধা সরকারি কলেজের অধক্ষ্য প্রফেসর খলিলুর রহমান।

গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান জানান, গাইবান্ধায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীা গ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad