মাধুকর ডেস্ক ►
গাইবান্ধা সরকারি কলেজে সপ্তাহব্যাপী আন্তঃ বিভাগ ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট খেলার ৬ষ্ঠ দিনে দুপুরে ঘন্টাব্যাপী উদ্ভিদবিজ্ঞান বনাম ইংরেজি বিভাগ এবং বিকেলে হিসাব বিজ্ঞান বনাম অর্থনীতি বিভাগ খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ইংরেজি বিভাগ ২ গোল করে উদ্ভিদ বিজ্ঞানকে ১ গোলে পরাজয় করে জয়ী হয় এবং হিসাববিজ্ঞান ৩ গোল করে ১ গোলে অর্থনীতি কে পরাজয় করে জয়ী হয়। প্রথম খেলার রেফারী ছিলেন হিরু হক্কানী, দেবাশীষ চক্রবর্তী ও মানিক এবং ২য় খেলায় রেফারী ছিলেন মানিক, দেবাশীষ চক্রবর্তী ও হিরু হক্কানী।
খেলার সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান। উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রফেসর জীবন কুমার সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল কাইয়ুম আজাদ। খেলাটি পরিচালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক মো: হাসান ফারুক।
উল্লেখ্য, আজ ২৯ নভেম্বর মঙ্গলবার সেমিফাইনালে কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী এবং সেমি ফাইনাল-২ এ কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল বিজয়ী অনুষ্ঠিত হবে।