মাধুকর ডেস্ক ►
আগামী দু'দিনে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে বর্ষা! এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হচ্ছে। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এই অবস্থায় আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দণি/দণি-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি. হতে পারে।
আগামী দু'দিনে দণি-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল হতে বিদায় হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে দণিপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ হতে বিদায় নিতে পারে। আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে- ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দণি/দণি-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।