Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-১২-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:১৭
  • ৫২ বার দেখা হয়েছে

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত

মাধুকর ডেস্ক►

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগমা খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর বা শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে সেখানকার একটি হাসপাতালের সঙ্গে যোগাযোগও হয়েছে।

খালেদা জিয়ার পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলেও এসময় জানান তিনি।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ নভেম্বর ভোরের দিকে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad