Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৯ ঘন্টা আগে
  • ৪৭ বার দেখা হয়েছে

বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় রোকেয়া দিবস পালিত

বিভিন্ন আয়োজনে গাইবান্ধায় রোকেয়া দিবস পালিত

রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালি বের করা হয়। —ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’-এই স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) র‌্যালি, আলোচনা সভা ও জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে জেলা শিল্পকলা একাডেমির সামন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাইলাতুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান প্রমুখ।

শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মমতাজ বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য একই উপজেলার আদমপুর গ্রামের সাবিনা সরেন, সফল জননী নারীর জন্য একই উপজেলার পাইকা গ্রামের মজিদা বেগম, নির্যাতনের দুঃসপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ের জন্য ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের শ্রীমতি মনিকা রানী এবং সমাজে অসামান্য অবদান রাখার জন্য সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রামের আঙ্গুলি বেগম। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad