Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৮ ঘন্টা আগে
  • ৭২ বার দেখা হয়েছে

গাইবান্ধায় দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি

গাইবান্ধায় দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি

গাইবান্ধায় দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি করা হয়—ছবি: মাধুকর।

নিজস্ব প্রতিবেদক►

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সনাক গাইবান্ধার উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলার শহরের গুরুত্বপূর্ণ সড়কে একটি সাইকেল র‌্যালি এবং ধারণাপত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার লায়লাতুন হোসেন, দুপ্রক-গাইবান্ধার সভাপতি এম. আব্দুস সালাম, সনাক সদস্য অধ্যাপক জহুরুল কাইয়ুম, ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী উজ্জল, আফরোজা লুনা, অ্যাড. আনিস মোস্তফা তোতন, অঞ্জলি রানী দেবী, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সাইকেল র‌্যালির মাধ্যমে সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার প্রয়াস আরও বেগবান হোক। সততা ও ন্যায়নিষ্ঠার ভিত্তিতে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠুক। সমাজের জরাজীর্ণতা, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আজকের এই র‌্যালি হোক পরিবর্তনের অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad