
রোকেয়া দিবসে গাইবান্ধায় নারীদের দৌড় প্রতিযোগিতা—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় নারীদের দৌড় প্রতিযোগিতা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের নর্দান ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদের জেলা সভাপতি মাহফুজা খানম মিতার সভাপতিত্বে রোকেয়া দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াছমিন, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ঊনবিংশ শতকে নারীরা যখন ঘরে অবরুদ্ধ, নিপীড়িত, নানাভাবে নির্যাতিত সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে এবং সমাজে যাতে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচতে পারে তার জন্য বেগম রোকেয়া ঘরে বাইরে লড়াই করেছেন, নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন, নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকারের জন্য সকল ধরনের প্রচেষ্টা তিনি করেছেন। বেগম রোকেয়া নারীর পথচলায় সব সময় প্রেরণা জোগায়, অনুপ্রাণিত করে, এজন্যই বেগম রোকেয়া চিরস্মরণীয়।