Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১২-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:৪২
  • ১৩২ বার দেখা হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার শীর্ষ ৬ নেতাকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।—ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় একটি রাজনৈতিক দলের কমিটি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার শীর্ষ ৬ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন রবিবার (৭ ডিসেম্বর) এ শোকজ নোটিশ দেন।

নোটিশপ্রাপ্তরা হলেন- সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজীদ বোস্তামি জ্বীম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও শাকিল শেখ, সংগঠক অতনু সাহা ও মেহজাবিন জ্বীম।

তাদেরকে পৃথক নোটিশে বলা হয়,“গত ৫ ডিসেম্বর ২০২৫, আপনার বিরুদ্ধে গাইবান্ধা জেলায় একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আমাদের নজরে এসেছে। যা অত্যন্ত গুরুতর এবং একইসঙ্গে জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তার লিখিত বিবরণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মারফত সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হলো।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, “যদি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে যদি আমাদেরকে অপসারণ করা হয় বা সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়, সেই সন্ত্রাসী ট্যাগ নিতে আমরা প্রস্তুত আছি। তারপরেও আমরা আওয়ামী ফ্যাসিবাদের দোসরের সাথে আপোস করতে রাজি না।”

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫২ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করার প্রতিবাদে ৪ ডিসেম্বর এনসিপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতাকর্মীরা। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad