
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিদুল ইসলাম সরদার ওরফে আলসা (৪০) নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন চিহ্নিত মাদক কারবারি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মাঠের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মহিদুল ওই গ্রামের নাজির হোসেন সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মাঠের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মহিদুল ওরফে আলসা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। সম্ভবত মাদকের অর্থের লেনদেন নিয়ে অথবা মাদক কারবারি নিয়ে দ্বন্দ্বে মাথায় প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মৃত্যু হতে পারে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।