Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২২ বার দেখা হয়েছে

চার দিনের সফরে ৪ ডিসেম্বর রংপুর-নীলফামারীতে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা

চার দিনের সফরে ৪ ডিসেম্বর রংপুর-নীলফামারীতে আসছেন পররাষ্ট্র উপদেষ্টা

পিআইডি, রংপুর►

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চার দিনের সফরে রংপুর ও নীলফামারীতে আসছেন।

সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। তিনি ৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে জেলাপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি বিকাল ৫টাা ৩৫ মিনিটে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।

উপদেষ্টা ৭ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ টায় নীলফামারীর কিশোগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন উপদেষ্টা বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরের পরিচালক মো. আরাফাত রহমান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad