Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস আজ

ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস আজ

মাধুকর ডেস্ক►

আজ ৩ ডিসেম্বর, ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় ঠাঁকুরগাঁও। 

জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি পালন করবে। 

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানায়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদাররা অন্যান্য অঞ্চলের মতো ঝাঁপিয়ে পড়ে ঠাকুরগাঁওয়ের নিরীহ মানুষের ওপর। এ সময় তারা গ্রামে গ্রামে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগ চালায়। এরপর ১৫ এপ্রিল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হানাদারদের দখলে চলে যায় ঠাকুরগাঁও। পরে হানাদার বাহিনীর বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধারা গড়ে তুলেছিল দুর্বার প্রতিরোধ। ঠাকুরগাঁওকে হানাদার মুক্ত করতে ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পঁচিশ মাইল নামক স্থানে প্রচন্ড হামলা চালায়। এতে পালিয়ে যেতে বাধ্য হয় পাকবাহিনী। প্রায় ২৫ হাজার প্রাণের বিনিময়ে ৩ ডিসেম্বর ভোরে শত্রুমুক্ত হয় ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও শহরে বিজয়ের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad