
নিজস্ব প্রতিবেদক►
উত্তরের জনপদ গাইবান্ধার অন্যতম বিদ্যাপীঠ এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি এবং এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।
এসময় তিনি বলেন, ১৯৮৭ সালের আজকের এই দিনে আমরা এসকেএস ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। আমাদের সৌভাগ্য একই দিন অর্থ্যাৎ ১ ডিসেম্বর আমরা এসকেএস স্কুল এ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করতে পেরেছি। মাত্র আট বছরের পথচলায় এই প্রতিষ্ঠান যেভাবে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের আস্থা অর্জন করেছে তা অত্যন্ত আনন্দের। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন হেড অব এসকেএস এন্টারপ্রাইজ আবু সাঈদ সুমন, এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা, প্রতিষ্ঠানটির প্রভাষক গোলাম রসুল, ফরহাদ হোসেন ও শিশির তালুকদার, শিক্ষক দিলজাহান দিপ্তি, তনি আসফীম প্রমুখ। এছাড়াও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক লুৎফুন নাহার।
এসময় সভাপতি, শিক্ষক ও অতিথিরা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের প্রত্যাশা ব্যক্ত করেন। পরে সবার অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। শেষে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মতিউর রহমান।