Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২১ বার দেখা হয়েছে

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল আজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল আজ

ক্রীড়া ডেস্ক►

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর)। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় খেলাটি শুরু হবে। 

দুটি দলই একটি করে ম্যাচ জেতায় শেষ ম্যাচটি তাই শিরোপা-নির্ধারণী ম্যাচে পরিনত হয়েছে।

এর আগে, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতায় ৩৯ রানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে সমতায় ফেরে টাইগাররা।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড:

পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), বনেন কালিজ, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad