
নিজস্ব প্রতিবেদক►
বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষকের অধিকার প্রতিষ্ঠার নেতা এবং বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম গোলাপের জানাজা শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুম্মা গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবার পর পৌর গোরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে দশটায় শহরের মধ্যপাড়া সরকারি প্রাইমারি স্কুলের মাঠে বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলের তোড়া দিয়ে শেষ ভালোবাসাটুকু জানিয়ে দিলেন।
ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধার সাংস্কৃতিক সংগঠন মোহনা, উদীচী শিল্পীগোষ্ঠী-গাইবান্ধা, মহিলা পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা শাখা, বাসদ নেতা ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু ও অন্যান্যরা।
পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা পৌর শহীদ মিনারের সামনে আমিনুল ইসলাম গোলাপকে সর্বজন ভালোবাসা ও ফুলেল শ্রদ্ধা জানাবার পর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতিসহ স্থানীয় নেতারা একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর মরহুমের প্রতি ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করেন।
উল্লেখ্য, আমিনুল ইসলাম গোলাপ কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন এবং রংপুরে নিয়ে যাওয়ার পর অবস্থার আরো অবনতি হলে রংপুর থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে ২২ অক্টোবর বুধবার দুপুর আড়াইটায় ইন্তেকাল করেন। আমিনুল ইসলাম গোলাপের আমেরিকা প্রবাসী ছেলে শুক্রবার গাইবান্ধায় পোঁছানোর পর শ্রদ্ধা জানানোর পর্ব, জানাজা ও দাফন সম্পন্ন হয়।