Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৪০ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১০

সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ১০

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ এবং সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। আজ (রবিবার, ৩১ আগস্ট) দুপুরে উপজেলা শহরে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে সাংবাদিক শাকিল মিয়া, পথচারী মকবুল হোসেন ও বিএনপি নেতা সুলতান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত পুলিশ কন্সটেবল মোখলেছার রহমান, বিএনপি নেতা আঃ মোত্তালেব হোসেন, আব্দুল হান্নান, মোশারফ হোসেন, রনি মিয়া ও রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠনের পায়তারা ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির অপসারণের দাবিতে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দেয়। রবিবার বেলা ১১টায় উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতৃবৃন্দ এর ব্যানারে এই কর্র্মসুচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে উপজেলা শহরে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ পরিস্থিতিতে শহরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে স্বপনের সমর্থকরা শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের শহরের চৌমাথার দিকে যাওয়ার পথে স্থানীয় হাইস্কুলের সামনে পুলিশ আটকে দেয়। পরে ওই এলাকায় ছামছুলের সমর্থকরা চলে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহত হয় একজন পুলিশ, একজন সাংবাদিক ও একজন পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন। পরে স্বপনের সমর্থকরা হামলা চালিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ও তার সামনে থাকা ৫-৬টি মোটরসাইকেল ভাঙচুর করে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক ছামসুল হাসান ছামছুল বলেন, বিভিন্ন অপকর্মের দায়ে সম্প্রতি বিএনপি, যুবদল ও ছাত্রদল থেকে বহিস্কৃত কিছু নেতাকর্মী জামায়াত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে উপজেলা বিএনপি অফিসে হামলা করে। তারা দলীয় কার্যালয়ে ঢুকে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও পোস্টার ছিঁড়ে চেয়ার ভাঙচুর এবং অফিসের সামনে থাকা ৫-৬টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন জানান, নিরপেক্ষভাবে উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের দাবিতে রবিবার শহীদ মিনার চত্বরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করাকালে ছামছুলের সমর্থকরা দলীয় কার্যালয় থেকে লাঠিশোটা নিয়ে হামলা করার চেষ্টা করে। এ সময় পুলিশের বাঁধায় তারা ফিরে যায়। পরে বিক্ষোভ মিছিল বের করা হলে তারা হামলা চালালে এ ঘটনার সূত্রপাত হয়। 

তিনি আরও জানান, তাদের সাথে কোন জামায়াত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল না। 

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad