Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৯ ঘন্টা আগে
  • ৪০ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে বিরোধপূর্ণ জমিতে আদালতের নিযুক্ত তত্ত্বাবধায়ককে ধান কাটতে না দেয়ার অভিযোগ

সাদুল্লাপুরে বিরোধপূর্ণ জমিতে আদালতের নিযুক্ত তত্ত্বাবধায়ককে ধান কাটতে না দেয়ার অভিযোগ

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিরোপূর্ণ দুই একর ৭৩ শতক জমির আদালতের নিযুক্ত তত্ত্বাবধায়ক (রিসিভার) থানা পুলিশকে পাকা ইরি ধান কাটতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। 

পুলিশ জানায়, উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দুইএকর ৭৩ শতক জমির নিয়ে ওই গ্রামের যতীন চন্দ্র বর্মন গং এর সাথে একই গ্রামের পুলিন ভবেশ গংদের বিরোধ চলে আসছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ওই জমি দেখাশুনার জন্য আদালত কর্র্তৃক সাদুল্লাপুর থানার ওসিকে তত্ত্বাবধায়ক (রিসিভার) নিযুক্ত করা হয়। থানার ওসি নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর মৌজার ইউপি সদস্য ফারুক মিয়াকে ইরি ধান রোপনের দায়িত্ব দেয়। ইতিমধ্যে ওই ধান পরিপক্ক হয়। 

আজ (বুধবার, ২১ মে) থানা পুলিশ ওই ধান কাটার জন্য পদক্ষেপ নেয়। কিন্তু পুলিন ভবেশ গং ও তাদের কিছু নারী ধান কাটতে বাধা দেয়। ধান কাটা হলে তারা ওই জমিতে আত্মহত্যা করার হুমকি দিয়ে পুলিশকে ভয়ভীতি প্রদর্শণ করে। এ কারণে পুলিশ ধান না কেটে ফিরে আসেন। এতে করে শত শত মন পাকা ধান ওই জমিতে নষ্ট হয়ে যাচ্ছে।

সাদুল্লাপুর থানার এস আই সুকুমার রায় জানান, বুধবার থানা পুলিশ ওই ধান কাটার জন্য পদক্ষেপ নেয়। কিন্তু ভবেশ চন্দ্রের মেয়ে ধান কাটতে বাধা দিয়ে আত্মহত্যা করার হুমকি প্রদর্শণ করে। এ কারণে পুলিশ ধান না কেটে ফিরে আসে।

তিনি আরও জানান, বিষয়টি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অবহিত করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad