Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৫-২০২৫, সময়ঃ রাত ০৭:১৪
  • ১৬১ বার দেখা হয়েছে

ফুলছড়ির সেনাসদস্য রুহুল আমিন হত্যা মামলায় আরও দুইজন কারাগারে

ফুলছড়ির সেনাসদস্য রুহুল আমিন হত্যা মামলায় আরও দুইজন কারাগারে

আমিনুল হক, ফুলছড়ি►

গাইবান্ধার ফুলছড়িতে সেনাসদস্য রুহুল আমিন হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিসহ আরও দুইজন আটক হয়েছেন। আজ (রবিবার, ১৮ মে) হাজিরা দিলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এ মামলায় এখন পর্যন্ত মোট ১১ জন কারাগারে আটক আছেন।

জানা গেছে, ফুলছড়ি উপজেলার গজারিয়া কাতলামারী গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সেনাসদস্য রুহুল আমিন হত্যা মামলার এজহারনামীয়  ৫ নং আসামী ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি ও ৬নং আসামী মাকছুদার রহমান টিপু আটক হয়েছেন৷  আসামীগন মহামান্য হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে থাকার পর রবিবার ( ১৮ মে) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

ভিকটিম রুহুল আমিনের পক্ষের আইনজীবী এডভোকেট মুহাম্মদ আশিকুর রহমান মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় এখন পর্যন্ত মোট ১১জন আসামী কারাগারে আটক আছেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মধু মেম্বারের লোকজন হামলা চালালে সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) সহ কয়েকজন আহত হন। পরবর্তীতে ০১ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রুহুল আমিন মারা যান। তিনি কাতলামারী গ্রামের মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad