আসাদুজ্জামান খন্দকার , সাঘাটা►
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোস্তম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বুধবার, ২১ মে) দুপুরে উপজেলার জুমারবাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জুমারবাড়ী গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে। আওয়ামী লীগের জুমারবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম বলেন, রোস্তম আলীকে গোবিন্দগঞ্জের এক মামলায় গ্রেফতার করা হয়েছে।