সোহেল রানা, পলাশবাড়ী►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২০ মে) মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো মাধুকরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিলের এক ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই স্থানে ধান কাটতে গিয়ে স্থানীয় এক কৃষক বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি নবজাতক শিশুর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, মরদেহটি উদ্ধার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।