Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১০ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে

এই মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি

এই মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক►

এই মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না দিলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

আজ (বুধবার, ২১ মে) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। বগুড়ায় আগামী ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সভা সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখা এ প্রস্তুতি সভার আয়োজন করে। এতে জেলার সাত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেক দলের নেতারা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, ‘এই মাসের মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় তবে বাংলাদেশের সমস্ত যুব সমাজকে সাথে নিয়ে ওই যমুনা ঘেরাও করা হবে।’ তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বলে দিয়েছি দুই হাজার/পাঁচশ লোক নিয়ে ওই যমুনা ঘেরাও করে যদি দাবি বাস্তবায়িত হয়, আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী ছাত্রদল দশ লক্ষ মানুষ সমাগম করে যমুনা ঘেরাও করা হবে।’

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আগামী ২৪ মে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল মাঠে রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে আমরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ওই সভা থেকে তারেক রহমান যে বার্তা দেবে আমরা সেই বার্তার মধ্য দিয়ে ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যাবো।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইসতিয়াক আহমেদ রনি, বিষ্ণু কুমার দাস, ফরহাদ আলী, সাদু্ল্লাপুরের নয়ন কবির নয়ন, মশিউর রহমান, পলাশবাড়ীর শামীম রেজা, হাসান মো. ইমরান, গোবিন্দগঞ্জের শাহ আলম, রানু মন্ডল বাবু, দেবাশীষ কুমার চাকী, সুন্দরগঞ্জের গোলাম আজম, মতিয়ার রহমান প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad