Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৪-২০২৫, সময়ঃ সকাল ০৯:৫৪
  • ৯ বার দেখা হয়েছে

সুসংবাদ পেল বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন টাইগাররা

সুসংবাদ পেল বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন টাইগাররা

মাধুকর ডেস্ক ► 

আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পার হয়ে গেছে, অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। ভারত-পাকিস্তানের মতো বৈরিতা নয়, তবুও দুই দেশের দেখা-সাক্ষাৎ যেন সোনার হরিণের মতো।

দুই দলের দেখাই হয় যেখানে মাঝে-মধ্যে, সেখানে অজিদের মাটিতে খেলাটা ভুলতেই বসেছে বাংলাদেশ। ২০০৮ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাঠে খেলেছিল টাইগাররা। বর্তমান দলে থাকা কারো নেই সেই সময়ের অভিজ্ঞতা।

তবে অবশেষে অপেক্ষা ফুরোতে চলেছে। দীর্ঘ দেড় দশক পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এবার সেই সফরের সময়ও জানা গিয়েছে। ঈদের দিনেই খুশির এই সংবাদ পেয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

তবে সহসাই নয়, তবুও টাইগারদের অপেক্ষা করতে হবে আরো একটা বছর। সব ঠিক থাকলে ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২০২৭ সালে হবার কথা ছিল এই সিরিজ।

তবে অস্ট্রেলিয়ার ব্যস্ততার কারণে সিরিজটি এগিয়ে আনা হয়েছে। মূলত টেস্ট ক্রিকেটের দেড় শ’ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশেষ এক টেস্ট ম্যাচ খেলবে ২০২৭ সালের মার্চে। এ কারণেই মূলত বাংলাদেশের সফরটি এগিয়ে আনা হচ্ছে। যদিও এই সফরে কোন কোন ফরম্যাটের ম্যাচ খেলবে দুই দল তা এখনো চূড়ান্ত হয়নি। তবে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের এই দ্বিপক্ষীয় সিরিজটি নর্দান টেরিটরিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad