Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৩-২০২৫, সময়ঃ সকাল ০৯:৫০
  • ৮৩ বার দেখা হয়েছে

অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে চর উন্নয়ন মন্ত্রনালয়ের দাবি নেতাদের

অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে চর উন্নয়ন মন্ত্রনালয়ের দাবি নেতাদের

আমিনুল হক, ফুলছড়ি 

ফুলছড়িতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভায় চরাঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে চর উন্নয়ন মন্ত্রনালয় গঠনের দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক পার্টির নেতারা।ফুলছড়ির নদী বেষ্টিত অবহেলিত চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন অতি দ্রুত সম্ভব চর উন্নয়ন মন্ত্রনালয় গঠন করতে হবে। তাহলে এই জনপদের মানুষের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব হবে।

রোববার বিকেলে গাইবান্ধার ফুলছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি ফুলছড়ি শাখার উদ্যোগে বুডাইল মডেল স্কুল এন্ড কলেজের মাঠে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফুলছড়ি উপজেলার আহতদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির গাইবান্ধা জেলার শাখার সংগঠক মাহনুদ নাসেরের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবনের সঞ্চালনায় ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার সদস্য সচিব রহমত মিয়া, বাবু বিশ্বাস ফাউন্ডেশনের পরিচালক ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা আরও বলেন, চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের দল মত নির্বিশেষে কাজ করতে হবে। চর উন্নয়ন মন্ত্রনালয় না হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তাই আসুন সবাই মিলে অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি চর মন্ত্রালয়ের দাবি তুলি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad